প্রযুক্তিপণ্যের দাম কমেছে

তারিখ: ০৭-০৬-২০১১

ঢাকার কম্পিউটার বাজারে বেশির ভাগ পণ্যের দাম কিছুটা কমেছে। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো—
প্রসেসর: ইন্টেল কোর আই৫ (৩.২০ গি.হা) ১৫,৫০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০ টাকা, ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৯,২০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর২.৮ গি.হা. ৫,০০০। কোর টু কোয়াড ১২,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জি এ৪১ এমটি-ডি-৩ ৪,১০০, জি৪১এমটি-ইএস২ এল ৪,০০০, জি ৪১এম কমবো ৪,২০০, এইচ৫৫এম-ডিটুএইচ ৭,৪০০ টাকা। ইন্টেল ডিএইচ৫৫পিজে ৬,৮০০, ডিজি৩৩টিএলএম ৭,০০০ টাকা। আসুস পি৫জি-৪১টি-এমএলএক্স৪১০০, ১৭,৫০০ টাকা। অ্যালবাট্রন জি৪১ ৩,৯০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩,২০০ টাকা। ফক্সকন এইচ৪১ এমএক্সইভি ৩,৪০০ টাকা, এইচ৫৫ এক্সভি ৫,২৫০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ১,৭০০, ২ গি.বা. ডিডিআর টু ২,২০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,৮৫০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ৩২০ গি.বা. ২,৯০০ টাকা। ৫০০ গি.বা. ৩,২৫০ টাকা। ১ টেরাবাইট ৪,৭০০ টাকা। হিটাচি ১৬০ গি.বা. ২,৬০০ টাকা, ৫০০ গি.বা. ৩,২০০ টাকা, ১০০০ গি.বা. ৪,৭০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৭০০, ৪ গি.বা. ৭৫০ থেকে ১,০০০ টাকা, ৮ গি.বা. ১,২৭৫-১,৩০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ৮,৩৫০ টাকা, স্যামসাং ১৮.র্৫র্ ৮,৩০০ টাকা, ২র্০র্ ৯,৩০০, ২১.র্৫র্ ১১,১০০, ২৩.৫ অ অ ১৯,৮৫০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,২০০ টাকা, ডেল ১৮.র্৫র্ ৭,৯০০ টাকা, এলজি ১৮.৫র্ র্ ৮,০০০ টাকা, ১৬র্ র্ ৭,০০০ টাকা, ১৭র্ র্ ৭,৫০০ টাকা, ২১.৫র্ র্ ১০,৭০০ টাকা। হাইউন্দাই ১র্৯র্ ১০,০০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি১ ৫,৭০০। আসুস: ১৫৬ মেগাবাইট ৪,১৫০। এক্সএফএক্স এইচডি৪৫৫০ ১ গি.বা. ৪,০০০, এইচডি৫৮৫০ ৭২৫ গি.বা. ১৫,৪০০ টাকা। জিটিএক্স৪৬০ ১ গি.বা. ডিডিআর৫ ১৫,৩০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ৫২x২৪x৫২এক্স ১,৫০০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ১,৭০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১,৮০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১,৩০০ টাকা এবং বেনকিউ ১৬এক্স ১,৪০০ টাকা। কেসিং: ১,৫০০ থেকে ৫,০০০ টাকা। মাউস: ২৫০ থেকে ৯০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ২৫০ থেকে ২,৮০০ টাকা। মাল্টিমিডিয়া ৫০০ টাকা। স্পিকার: ৮০০ থেকে ৯,১০০ টাকা। ইনস্পায়ার (৫:১) ৫,৪০০-৬,২০০ টাকা, (৪:১) ৩,৭০০ টাকা, (২: ১) ২,৩৫০-৩,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ২,১৫০ থেকে ৩,০০০, ক্রিয়েটিভ এসবিএস (এ৩৩৫) ২,৪০০ টাকা। গোল্ডেন ব্রিজ এফটি৮০৫ (২:১) ১,৩০০। মডেম: মুভিডাটা ইডিজিই ২,২০০ টাকা। এইচএসডিপিএ ৩,০০০ টাকা। জিপিআরএস মডেম: টেকনো টিএম০০৮ ২,১৫০ টাকা। মোবিডাটা ২,৪০০ টাকা (ইউএসবি)। টিভি কার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (বোলার গো) ৩,১০০ টাকা, এভারমিডিয়া এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৬০০ টাকা ও ইন্টারনাল ২,৭৫০ টাকা, রিয়েল ভিউআরভি টিভি কার্ড ১,৭৫০ টাকা।প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি এমপি২৭৬ ৬,০০০ টাকা, এইচপি১৬৬০ ডেস্কজেট ২,৫০০ টাকা, এপসন টি৬০ ১২,০০০ টাকা, এইচপি পি (লেজার) পি-১১০২ ৯,০০০ টাকা, ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৭০০ টাকা। স্যামসাং এমএল১৬৬০ (লেজার) ৫,৭০০। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,১০০ টাকা, ৩২০ গি.বা ৪,১০০ টাকা, ৬৪০ গি.বা ৬,১০০-৬,৬০০, ২ টেরাবাইট ১১,৯০০ টাকা। এভেটা ৫০০ গি.বা. ৪,৮০০, ১ টে.বা. ৮,৫০০ টাকা। —সংগ্রহ:
‡gvnv¤§` Avwgbyj Bmjvg (Avwgb)

এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও স্ভিস চার্জ যুক্ত হবে।



নতুন পেনড্রাইভ

তারিখ: ১১-০৬-২০১১

অ্যাপাসারের হ্যান্ডি স্টেনো এএইচ ৩২৮ মডেলের পেনড্রাইভ বাজারে এসেছে। ইউএসবি ২.০ প্রযুক্তির এই পেনড্রাইভ উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে ভিসতা, ম্যাক, লিনাক্সসহ সব অপারেটিং সিস্টেমে কাজ করে। এর মাধ্যমে এক লাখবার তথ্য আদান-প্রদান করা যায়। কম্পিউটার সোর্সের আনা এ পেনড্রাইভের ওজন ৮ গ্রাম। এখন ৪, ৮, ১৬ ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভ পাওয়া যাচ্ছে। —বিজ্ঞপ্তি

কম্পিউটার কেনার আগে...

তারিখ: ১১-০৬-২০১১

প্রতিদিন কেউ না কেউ নতুন কম্পিউটার কিনছেন। কম্পিউটার কেনার সময় কিছু বিষয় খেয়াল করলে ভালো মানের কম্পিউটার চিনে নিতে পারেন।
 র্যামের বাস গতি ভালো থাকলে উন্নত সেবা দেবে।
 হার্ডডিস্কের ধারণক্ষমতা যত বেশি হবে, তত বেশি ফাইল হার্ডডিস্কে জমা রাখতে পারবেন।
 মাদারবোর্ডের পোর্টের সঙ্গে মিল রেখে সিডি-ডিভিডি রাইটার বা কম্বো ড্রাইভ কিনুন।
 গেম খেলা, গ্রাফিক্সের কাজ করার জন্য গ্রাফিক্স কার্ড উন্নত হতে হবে। ভালো ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড কিনুন।
 খোলা যন্ত্রাংশ কখনোই কিনবেন না।
 কেনার আগে কম্পিউটারের যন্ত্রাংশ যথাসম্ভব যাচাই করে নেবেন।
 মাইক্রোপ্রসেসরের গতি, প্রসেসিংয়ের ক্ষমতা কেমন, তা খেয়াল করে দেখবেন।
 এলসিডি মনিটরে ছবির মান কেমন, তা খেয়াল করবেন।


Lets Check How to use Another Mobile Operator Sim in GP Modem
 
 # Connect GP Internet Modem with your PC Then GP internet Modem Default Software will Open
 # Go To Tools -->Options-->Profile Management
 # By Default GP-INTERNET Profile name have been selected
 # Now Select New From Right Side panel
 


Tips for Using Robi Internet with GP Internet Modem
 
 Profile Name: Robi-INTERNET
 APN Static/APN : internet
 Access Number:*99***1#
 Now Enter your Robi Sim Then Select Profile Name Robi-INTERNET Then Click Connect From GP Modem software
 


Tips for Using Airtel Internet with GP Internet Modem
 
 Profile Name: Airtel-INTERNET
 APN Static/APN : internet
 Access Number:*99***1#
 
 Now Enter your Airtel Sim Then Select Profile Name Airtel-Internet Then Click Connect From Gp Modem software
 


Tips for Using Banglalink Internet with GP Internet Modem
 Profile Name: Banglalink-WEB
 APN Static/APN : blweb
 Access Number:*99***1#
 
 Now Enter your Banglalink Sim Then Select Profile Name Banglalink-web Then Click Connect From Gp Modem software
 


Tips for Using Teletalk with GP Internet Modem
 Service Type - No Use No Pay
 

APN wap
 IP 192.168.145.101
 Port (optional) 9201
 Service - Monthly/Daily Unlimited
 
 APN gprsunl
 IP 192.168.145.101
 Port (optional) 9201
 Done ,now you can use any Operator Sim in your GP Internet Modem
 
 Rated: Rate ArticlesRate ArticlesRate ArticlesRate ArticlesRate Articles (2.86 by 14 votes)
 Rate it: Average Good Cool Awesome Extraordinary

 




সনির ওপর সাইবার হামলা

তারিখ: ০৭-০৬-২০১১

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বখ্যাত ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি। এই হামলা হয়েছে প্রতিষ্ঠানটির ইউরোপভিত্তিক কেন্দ্রটিতে। আর এ হামলার কারণে শেয়ারবাজারে বড় ধরনের ধসের মুখে পড়েছে জাপানের এই প্রতিষ্ঠানটি। গেল সোমবার গত দুই বছরের তুলনায় সবচেয়ে কম বাজারদর ছিল সনির নামের পাশে। সেই অঙ্কটি ছিল ৩ শতাংশেরও নিচে!
টোকিওর শেয়ারবাজারে সনির বাজারদর ছিল ৩ দশমিক ১৪ শতাংশ, যার অর্থমূল্য ২ হাজার ৬২ ইয়েন। ২০০৯ সালের মার্চের পরে এটাই ছিল সর্বনিম্ন দর। এদিকে টোকিওতে সনির এক মুখপাত্র জানিয়েছেন, হ্যাকারদের আক্রমণের পর সনি ইউরোপ লিমিটেডের কোনো রকম অতি গোপন তথ্য চুরি যায়নি এবং সেগুলো প্রকাশিতও হয়নি ইন্টারনেটে। মুখপাত্র বলেছেন, ‘এটা সত্যি, ওয়েবসাইটটি অবৈধভাবে হাতানো হয়েছে। তবে হ্যাকাররা যেসব তথ্য চুরি করেছে বলে প্রতীয়মান হচ্ছে, তার সবই সনির ওয়েবসাইটে রক্ষিত আছে।’
গত রোববার সকালে সনি ইউরোপের লন্ডনভিত্তিক মূল কার্যালয় হামলার বিষয়টি আবিষ্কার করে। মূলত যোগাযোগ-প্রতিষ্ঠানটির সম্প্রচার যন্ত্রপাতির বিষয়ে সনদ পাওয়া প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত তথ্যের ওপরই হ্যাকারদের মূল লক্ষ্য ছিল। তবে হ্যাকাররা যেসব তথ্য চুরি করেছে, সেগুলো এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সনি!
উল্লেখ্য, এই হামলার ফলে ১০০ মিলিয়ন ভোক্তার অ্যাকাউন্টের তথ্য চুরি গেছে। বলা হচ্ছে, এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় তথ্য বেহাতের ঘটনা।
‡gvnv¤§` Avwgbyj Bmjvg (Avwgb)




চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

তারিখ: ০৭-০৬-২০১১

চলতি বছরের জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনসিপিসি) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত শুক্র ও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে অনুষ্ঠিত এনসিপিসিতে ৬০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮টি দল আংশগ্রহণ করেছে। এবারের এনসিপিসিতে মেয়েদের দল নিয়ে আলাদা প্রতিযোগিতা হয়েছে।
প্রতিযোগিতায় ১০টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ছয়টি সমাধান করে শীর্ষস্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ রেনেসাঁ’ দল। এই দলের সদস্যরা হলেন হাসনাইন, শিপলু হাওলাদার ও আন্না ফারিহা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট ডুবডুব’ ও ‘বুয়েট ডিনামাইটস’। মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফিলিসিটি’। তারা আটটি সমস্যার মধ্যে ছয়টি সমস্যার সমাধান করেন।  এই দলের সদস্যরা হলেন আন্না ফারিহা, কেনাত কাইয়ুম ও ফারজানা শারমিন।
 প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. লুৎফর রহমান।
‡gvnv¤§` Avwgbyj Bmjvg (Avwgb)




মুঠোফোনে চাকরির বাজার

তারিখ: ০৭-০৬-২০১১

ভারতের বহুজাতিক কোম্পানি মহিন্দ্র গ্রুপের প্রতিষ্ঠান ক্যানভাসএম চাকরিপ্রার্থীদের জন্য ‘সরল রোজগার’ নামে মুঠোফোনভিত্তিক একটি সেবা চালু করেছে। গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এর উদ্বোধন করা হয়।
ওই সেবার আওতায় চাকরিসম্পর্কিত যাবতীয় তথ্য চাকরিপ্রত্যাশীদের জানিয়ে দেওয়া হবে। এ জন্য প্রতি মাসে তাঁদের ৩০ রুপি করে পরিশোধ করতে হবে। এ ছাড়া চাকরিদাতারাও ওই সেবার আওতায় চাকরিপ্রার্থীদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি কলের জন্য চাকরিদাতাদের পাঁচ রুপি করে পরিশোধ করতে হবে। ক্যানভাসএমের প্রধান নির্বাহী কর্মকর্তা জগদীশ মিত্র বলেন, ‘চাকরিপ্রত্যাশীরা একটি নির্দিষ্ট নম্বরে ডায়াল করে এ সেবা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নম্বরে যোগাযোগ করলে আমাদের কলসেন্টার থেকে নিবন্ধনের যাবতীয় নিয়ম জানিয়ে দেওয়া হবে। নিবন্ধনকারীদের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে বা ডায়াল করে চাকরির যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।’
জগদীশ মিত্র আরও বলেন, ‘ভারতের যেকোনো অংশ থেকে চাকরিপ্রত্যাশীরা এ সেবার জন্য নিবন্ধন করতে পারবেন। প্রাথমিকভাবে নয়াদিল্লির সর্বত্র এ সেবা পাওয়া যাবে। আগামী বছরের এপ্রিল থেকে ভারতের সর্বত্র আমাদের এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।’ —
‡gvnv¤§` Avwgbyj Bmjvg (Avwgb)




সিডিতে আরও ডেটা যোগ

তারিখ: ০৭-০৬-২০১১

সিডি/ডিভিডিটা রি-রাইট্যাবল না হলেও সেটিতে পরে আরও ডেটা যোগ করা যায়। নিরো সফটওয়্যার দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি/ডিভিডিতে ডেটা যোগ করার পর Finished-এ ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Allow files to be added later বক্সে টিক চিহ্ন দিয়ে Burn-এ ক্লিক করুন। সিডি/ডিভিডি রাইট হবে। পরে আরও ডেটা যোগ করতে চাইলে একই পদ্ধতিতে কাজ
 করা যাবে।
‡gvnv¤§` Avwgbyj Bmjvg (Avwgb)





নারায়ণগঞ্জে কম্পিউটার সমিতি গঠিত

তারিখ: ০৭-০৬-২০১১

শিল্প ও বাণিজ্যনগর নারায়ণগঞ্জে কম্পিউটার ব্যবসায়ীদের সমিতি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় কম্পিউটার ব্যবসায়ীদের প্রথম সাধারণ সভায় সমিতি পরিচালনা করার জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সদস্যদের ভোটে হক ইন্টারন্যাশনালের মো. এনামুল হক সভাপতি ও ডিজিটাল টেকনোলজির মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শহরের চাষাঢ়ায় সমবায় মার্কেটের তৃতীয় তলা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট গড়ে ওঠে। মার্কেটের কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে কম্পিউটার সমিতি গঠন করা হলো। সভায় নারায়ণগঞ্জ কম্পিউটার সমিতি ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। —নারায়ণগঞ্জ প্রতিনিধি





আগামীকাল বিশ্ব আইপিভি-৬ দিবস

তারিখ: ০৭-০৬-২০১১

আগামীকাল ৮ জুন সারা ইন্টারনেট প্রটোকলের ষষ্ঠ সংস্করণ নিয়ে একটি বিশেষ দিবস উদ্যাপন করা হবে।
বিশ্ব আইপিভি৬ দিবস হিসেবে পরিচিত এই দিনে গুগল, ফেসবুক, ইয়াহুর মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সব বিষয় বিষয়বস্তু (কনটেন্ট) আইপিভি৬-এ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। এই দিনের মূল উদ্দেশ্য হলো আইএসপি, হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানিগুলো তাদের সার্ভিস ও পণ্যগুলোকে আইপিভি৬-এ নিয়ে আসতে উৎসাহিত করা। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা শাখা এ দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। যেকোনো তথ্য জানতে ঢাকা শাখার আহ্বায়ক সৈয়দ ফয়সাল হাসানের সঙ্গে যোগাযোগ করা যাবে। ই-মেইল- hasansf@gmail.com। —বিজ্ঞপ্তি




যুক্তরাষ্ট্রে সিটিব্যাংকের ২ লাখ ক্রেডিট কার্ডের তথ্য চুরি

অনলাইন ডেস্ক | তারিখ: ১০-০৬-২০১১

হ্যাকারদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সিটিব্যাংক। ব্যাংকটির প্রায় দুই লাখ গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে হ্যাকাররা। চলতি সপ্তাহে গুগলেও এ ধরনের তথ্য চুরির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সিটিব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা উত্তর যুক্তরাষ্ট্রে ব্যাংকটির প্রায় দুই লাখ গ্রাহকের ক্রেডিট কার্ডের নাম, হিসাব নম্বর এবং ই-মেইল ঠিকানা চুরি করেছে। হ্যাকাররা ব্যাংকটির অনলাইন অ্যাকাউন্টের সাইটে হামলা চালিয়ে এসব তথ্য চুরি করে।

ব্যাংকটি দাবি করছে, হ্যাকাররা গ্রাহকদের সামাজিক নিরাপত্তা নম্বর, জন্ম তারিখ, কার্ডের সময়সীমা ও নিরাপত্তা কোড চুরি করতে পারেনি। ওই দুই লাখ গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়েছে ব্যাংকটি।সিটিগ্রুপ জানিয়েছে, ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের প্রায় এক শতাংশের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে হ্যাকাররা। ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় উত্তর আমেরিকায় প্রতিষ্ঠানটির দুই কোটি ১০ লাখ গ্রাহকের ক্রেডিট কার্ড রয়েছে।এ ঘটনায় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের চেয়ারম্যান শেইলা বের বলেন, ‘সিটি ব্যাংক এবং এর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।’




‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে ল্যাপটপ মেলা শুরু

অনলাইন ডেস্ক | তারিখ: ১০-০৬-২০১১

‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১১’ নামের এ মেলা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ১২ জুন পর্যন্ত।
ফেসবুকের মাধ্যমে মেলার বিভিন্ন ছাড় ও অন্যান্য হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। এ জন্য www.facebook.com/laptopfair ঠিকানায় গিয়ে পেইজ লাইক করতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা।
আজ সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে প্রযুক্তির মাধ্যমেই জীবনযাত্রার মান পরিবর্তন হবে। নতুন দুই কোটি মানুষের মোবাইল ফোন ব্যবহার তারই প্রমাণ। সরকারের পক্ষ থেকে প্রযুক্তিকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ তিনি ঢাকার বাইরেও এমন মেলার করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারনেটকে সর্বত্র আরও সহজলভ্য করতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’
মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, এবার মেলায় প্রতিটি প্রতিষ্ঠানের ল্যাপটপেই বিশেষ মূল্যছাড় এবং উপহার রয়েছে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫টি স্টল এবং ১৩টি প্যাভিলিয়ন রয়েছে। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন জানায়, মেলায় কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, কুইকহেল, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি., গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি., স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত কম্পিউটার্স, কম্পিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনোলজিস, খান জাহান আলী কম্পিউটারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের স্টলে বিশেষ মূল্য ছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিত্সু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, গিগাবাইটসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন ল্যাপটপ কিনলে ছাড়, উপহার ও র্যাফল ড্রর কুপন পাওয়া যাবে।
মেলার দ্বিতীয় দিন শনিবার বেলা তিনটায় মেলা প্রাঙ্গণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আউটসোর্সিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করবে। এতে যে কেউ অংশ নিতে পারবে।
মেলার প্রধান পৃষ্ঠপোষক তারহীন দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা কিউবি। সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এইচপি, আসুস, এসার ও স্যামসাং। মেলার রেডিও পার্টনার এবিসি রেডিও, নলেজ পার্টনার এডুমেকার এবং ওয়েব পার্টনার হিসেবে থাকছে বিডিজবস।





ফেসবুকের দুঃখ প্রকাশ!

অনলাইন ডেস্ক | তারিখ: ১০-০৬-২০১১

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের কর্তৃপক্ষ ব্যবহারকারীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছে। ব্যবহারকারীকে শনাক্ত করার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করায় প্রতিষ্ঠানটি এ দুঃখ প্রকাশ করে। কারণ, ব্যবহারকারীদের আগেভাগে এ পদ্ধতি সম্পর্কে জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
 ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী ‘ট্যাগ সাজেশনস’ পদ্ধতি চালুর আগে ব্যবহারকারীদের ব্যাপকভাবে জানানো উচিত ছিল। ট্যাগ সাজেশনস ফিচার সাধারণত ছবি স্ক্যান করে এবং স্বয়ংক্রিয়ভাবে নিজের বন্ধুদের খুঁজে বের করে। যদিও এটি বন্ধ করার সুযোগ আছে। কিন্তু অনেকে অভিযোগ করেছে, এ পদ্ধতি ব্যবহারকারী নিজে থেকে চালু না করলেও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছে।
 যুক্তরাষ্ট্রে ২০১০ সালের ডিসেম্বরে এ পদ্ধতি প্রথম চালু করা হয়। সম্প্রতি এ পদ্ধতি বিশ্বব্যাপী চালু করা হয়।
 নিরাপত্তা ফার্ম ‘সপোস’-এর একজন সিনিয়র কর্মকর্তা গ্রাহাম ক্লাউলি বলেন, ‘এ পদ্ধতি ব্যবহারকারীদের অনেক বিরক্তির কারণ তা নয়। তবে অনেকে চায় না অনুমতি ছাড়া কোনো কিছু তাদের অ্যাকাউন্টে ঘটুক।’




মোবাইলের ছবি বাঁচাল দুটি জীবন

অনলাইন ডেস্ক | তারিখ: ১০-০৬-২০১১

যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত স্নোদনিয়া পর্বতের উচ্চতা তিন হাজার ৫৬০ ফুট। বলা হয়ে থাকে, এটিই হচ্ছে ওয়েলসের সর্বোচ্চ পর্বত। এই পর্বতেরই তিন হাজার ফুট উচ্চতায় উঠে আটকে পড়েন এক দম্পতি। কোনো উপায় না পেয়ে বাঁচার শেষ অবলম্বন হিসেবে তাঁরা হাতের মোবাইলকে বেছে নেন। মোবাইল ক্যামেরায় আটকে পড়া স্থানের এবং আশপাশের ছবি তুলে স্থানীয় উদ্ধার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন। পাঠানো ছবির মাধ্যমে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দেন তাঁরা। এর পরই শুরু হয় উদ্ধার অভিযান। পরে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার থেকে দড়ি ফেলে তাঁদের উদ্ধার করেন। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তাদের মুখপাত্র ক্রিস লয়েড বলেন, ‘আটকে থাকা অভিযাত্রীদের কাছ থেকে ছবি পাওয়া মাত্রই আমাদের কর্মকাণ্ড শুরু হয়। মোবাইলের মাধ্যমে ছবি পাঠিয়ে তাঁরা সত্যিকার অর্থেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আর আমরাও খুব সহজে আমরা তাঁদের উদ্ধার করতে পেরেছি।’




তথ্য সংরক্ষণ সমাধান নিয়ে এল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-০৬-২০১১

বড় প্রতিষ্ঠানগুলোর জন্য তথ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তথ্য ঠিকমতো সংরক্ষণ করতে না পারলে যেকোনো প্রতিষ্ঠানে অনেক জটিলতা দেখা দিতে পারে। মাইক্রোসফট বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণের জন্য বাজারে আনল মাইক্রোসফট এসকিউএল সার্ভারের নতুন সংস্করণ। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এককিউএলসার্ভার ২০০৮আর-২ বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয় মাইক্রোসফট।
 অনুষ্ঠানে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের নানা দিক নিয়ে কথা বলেন মাইক্রোসফট অ্যাপ্লিকেশন প্লাটফর্মের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কারিগরি বিপণন কর্মকর্তা কিয়ান এনজি। তিনি জানান, মাইক্রোসফট এসকিউএল সার্ভারে এমন কিছু প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে, যা খুব কম খরচে অনেক ভালো মানের কার্যকারিতা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক সহজে তাদের বিভিন্ন তথ্যসংক্রান্ত জটিল কাজ সম্পন্ন করতে পারবে। এই সার্ভারে তথ্য সংরক্ষণের পাশাপাশি নতুন নতুন প্রোগ্রাম তৈরি ও সম্প্রসারণ করা যাবে।মাইক্রোসফট বাংলাদেশের কারিগরি বিক্রয়ের প্রধান মশিউর রহমান বলেন, ডেটা সেন্টার ব্যবস্থাপনার জন্য এসকিউএল সার্ভারের তিনটি প্যাকেজ রয়েছে। এর মাধ্যমে ছোট, বড় ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যাবে। কোনো প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী এসব সার্ভার ব্যবহার করতে পারবে বলে জানান মশিউর রহমান। মাইক্রোসফটের এই সেবার বিভিন্ন তথ্য www.microsoft.com/sql ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ।




ফেসবুকে একাধিক চ্যাট বক্স

তারিখ: ১০-০৬-২০১১

ফেসবুকে আপনার বন্ধুদের তালিকা হয়তো অনেক লম্বা। আপনি যখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যান (লগ-ইন), তখন হয়তো অনেকেই চ্যাট করার জন্য বার্তা পাঠায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন বা নির্দিষ্ট কারও সঙ্গে শুধু চ্যাট করতে চান, তাহলে অনেক সময় তা হয়ে ওঠে না। কারণ, আপনার কিছু বন্ধু হয়তো বারবার শুধু আপনাকে বার্তা পাঠাতে থাকে। তখন আপনি অফলাইনেও যেতে পারছেন না, কারণ কারও সঙ্গে এখন আপনার কথা বলা দরকার। এ ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধুদের নিয়ে আলাদা চ্যাট বক্স তৈরি করতে পারেন।
আলাদা চ্যাট বক্স তৈরি করার জন্য প্রথমে ফেসবুকে লগ-ইন করে চ্যাট বক্সে ক্লিক করে তারপর Friend Lists-এ ক্লিক করুন। এখন Create a new list বক্সে কোনো নাম লিখে কি-বোর্ড থেকে Enter চাপুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করে ওই নামের ওপর মাউস নিলে edit লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দমতো বন্ধুদের নাম নির্বাচন করে Save Lists-এ ক্লিক করুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করলে সবার ওপর দেখতে পাবেন আপনি যে নামে নতুন চ্যাট বক্সটি খুলেছেন, সেই নাম এবং তার নিচে Others Friends নামে আপনার আগের চ্যাট বক্সটি। এখন চ্যাট বক্সের ডান পাশে মাউস নিলে Go Offline লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাট বক্সটি অফলাইনে চলে যাবে। তখন শুধু নতুন চ্যাট বক্সের যে বন্ধুরা অনলাইনে আছে, তাদের তালিকা দেখাবে। এভাবে আপনি একাধিক চ্যাট বক্স তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো চ্যাট বক্স অনলাইন অফলাইনে নিয়ে যেতে পারবেন। চ্যাট বক্সগুলোর ওপর মাউস রেখে Edit-এ ক্লিক করে আপনার ইচ্ছামতো চ্যাট বক্সগুলোকে সম্পাদনাও করতে পারবেন। —
‡gvnv¤§` Avwgbyj Bmjvg (Avwgb)

 
Make a Free Website with Yola.